বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহ শহরের রাজ পথে নবান্ন উৎসবের র‌্যালি ও শোভাযাত্রা

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ হেমন্তের অসময়ের গুড়ি গুড়ি বৃস্টিকে উপেক্ষা করে ১ লা অগ্রায়ন বুধবার সকাল ৯টা ৩০ মি: ঝিনাইদহ শহরের উপকণ্ঠে অবস্থিত ইন্টারনাশনাল এম এন একাডেমী চত্তর থেকে শিশু-কিশোর, যুব ও নারী পুরুষের অংশ গ্রহণের একটি আন্দন্দ শোভাযাত্রা বাহির হয়। এই নবান্নের আন্দন্দ শোভাযাত্রার র‌্যালিতে অংশ গ্রহণ করে ঝিনাইদহের বিবর্তন নাট্য গোষ্ঠী, ঝিনাইদহ বহুমুখী বাউল সংঘ, কাঞ্চনপুর নাট্য দল, দূর্জয় শিশু কিশোর একাডেমী ও ইন্টারন্যাশনান এম এন একাডেমীর কর্মী, সমর্থক, শিক্ষার্থী ও শিক্ষক গন। শোভাযাত্রাটি ঝিনাইদহ সদর হাসপাতালের মোড় ঘুরে জেলা পরিষদের চেয়ানম্যান বাবু কনক কান্তি দাসের বাস ভবন ঘুরে এম এন একাডেনীতে শেষ হয়। শেষে বাঙ্গালীর চির ঐতিহ্য খৈ, মুড়ি, চিড়া, বাতশা, স্বন্দেস খাওয়া ও নবান্ন বাঙ্গালী জাতীর তাৎপর্য তুলে ধরে আলোচনা করে বিবর্তন নাট্য গোষ্ঠীর সভাপতি রাজু আহাম্মেদ মিজান, কাঞ্চনপুর নাট্য দলের সভাপতি তারেক হোসেন পল্লব, বহুমুখী বাউল সংঘের সভাপতি রজব আলী বয়াতি, দূর্জয় শিশু কিশোর একাডেমীর সাধারন সম্পাদক অভিজিৎ ও রেল আবদুল্লা, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular