বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহ লাউদিয়া গ্রামের এক পরিবারের তিন শিশু যৌন নিপীড়নের শিকার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ  ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন পাপিয়া খাতুন নামে এক নারী। এদিকে থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই লম্পট গাঁঢাকা দিয়ে আছে। অভিযোগে পাপিয়া খাতুন উল্লেখ করেছেন লাউদিয়া গ্রামের কলিম উদ্দীনের লম্পট ছেলে আলাউদ্দীন (৫২) তার দুই মেয়ে ও দেবরের এক শিশু কন্যাকে মিষ্টি খেতে দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এই কাজ সে দীর্ঘদিন ধরেই করে আসছে। এর মধ্যে বাদীর ১১ বছর বয়সী এক শিশুকে গত ৯ জুলাই ধর্ষনের চেষ্টা করে। ওই সময় শিশুটিকে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাও করানো হয়। কিন্তু তাকে যে ধর্ষন করেছে এ কথা অভিভাবকদের মাথায় আসেনি, বলে জানান নির্যাতিত শিশুর পিতা। পরবর্তীতে লম্পট আলাউদ্দীন একের পর এক তিন শিশুকে যৌন নিপীড়ন করতে থাকলে তারা রোববার রাতে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করেন। বাদীর অভিযোগটি তদন্ত করতে এসআই ইউনুস আলীকে ওসি নির্দেশ দেন। বাদীনির অভিযোগ, কিছুদিন আগে তার দেবরের ৫ বছরের শিশু কন্যাটি বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকলে তার কাছ থেকেই আমরা ঘটনাটি জানতে পারি। লাউদিয়া গ্রামের শুকুর আলী, হাসিনা বেগম ও শহিদুল ইসলাম অভিযোগ করেন, আলাউদ্দীনের মতো একজন লম্পট শিশুদের এ ভাবে দিনের পর দিন মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে যে যৌন নিপীড়ন করবে তা আমাদের জানা ছিল না। গ্রামবাসির ঘৃনা আর লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। তার যৌন নিপীড়নের সুষ্ঠ বিচার দাবী করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার এসআই ইউনুস আলী জানান, আমরা এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছি। তবে সে পালিয়ে আছে। তিনি আশা করে বলেন দ্রুতই তাকে গ্রেফতার করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular