ঝিনাইদহ র‌্যাব ৬-এর সফল অভিযানে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার-১

0
12

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র‌্যাব ৬-এর অভিযানে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় নয়ন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নয়ন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা মোহাম্মদপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। ঝিনাইদহ র‌্যাব ৬-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন জানান, র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন রুদ্রনগরে রাত ২টার দিকে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী নয়ন আলী কে গ্রেফতার করে। পরবর্তীতে আটককৃত আসামীর দেখানো মতে তার দখল হতে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়। পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারার মামলা করা হয়েছে।