বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ঝিনাইদহ পোড়াহাটি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহ সদর উপজেলার ৯নং পোড়াহাটি ইউনিয়নের  ৪নং ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন  ১৬জুন রোজ শুক্রবার সকালে চাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র এবং ৮নং ওয়ার্ডে জাহাঙ্গীর মেম্বরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দ্বায়িত্বপ্রাপ্তনেতা ও ৪নং,৮নং  ওয়ার্ডের  সম্মেলনের প্রধান সমন্নয়ক ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা মহানগর শাখার সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা শামীমুল ইসলাম শামীম, জেলা যুবলীগনেতা হেলাল উদ্দিন ও পৌর যুবলীগনেতা আব্দুল কাদের সাগর।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৪নং ওয়ার্ডের স্বপন মাষ্টার,পরিতোষ কুমার বিশ্বাস,মৃনাল কুন্ডু, বিদ্যুৎ মাষ্টার,বিমল বিশ্বাস, শনত কুমার বিশ্বাস, মিজানুর রহমান, আশরাফ, আজিজুল ইসলাম, মোঃ ওয়াজেদ আলী, বাদশা মালিথা, মোঃ বশির আহম্মেদ, আব্দুল মজিদ শেখ, মিটুল মন্ডল ও আব্দুল রহিম বিশ্বাস প্রমূখ। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের দ্বায়িত্বপ্রাপ্তনেতা আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে  শুরু হয়। প্রথম অধিবেশনে ওয়ার্ড আওয়ামীলীগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল সদস্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দিতায় চাপড়ি গ্রামের আজিবর বিশ্বাস আগামী তিন বছরের জন্য ৪ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।এবং সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ গোলাম মোস্তফা নির্বাচিত হন এবং ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল সদস্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দিতায় মধুপুর গ্রামের আব্দুল আজিজ মোল্লা আগামী তিন বছরের জন্য ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন এবং সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় ভূবনীপুর গ্রামের মোহাম্মদ ডাক্তার নির্বাচিত হন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular