প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার বৃক্ষ রোপনের টার্গেট নিয়ে রোববার বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মোঃ আতাউর রহমান এ কর্মসুচির উদ্বোধন করেন। এ সময় ঝিনাইদহ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদের কাউন্সিলর শামিম আরা হ্যাপী উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মোঃ আতাউর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনবলের সংখ্যা বিবেচনায় প্রতিটি কর্মকর্তা কর্মচারী একটি করে বৃক্ষের চারা রোপন করবেন। সে হিসেবে ঝিনাইদহ জেলায় ৫ হাজার গাছ রোপন করা হবে।