বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহ জেলা কারাগারে হাজতির মৃত্যু

ঝিনাইদহ জেলা কারাগারে হার্ট অ্যাটাকে বিল্লাল হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।  

নিহত হাজতি ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের মৃত বদরদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ৭ মে তিনটি মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বিল্লালকে।

তার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

রোববার দিবাগত রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে জেল কর্তৃপক্ষ তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। বিল্লাল হোসেন হার্ট অ্যাটাকে মারা গেছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. মহিউদ্দিন জানান, বিল্লাল হোসেনের মরদেহ ময়নাতন্ত শেষে তার ছেলে ও আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular