বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ঝিনাইদহে ৭০ মোচা কলাগাছের এক কাঁদিতে !

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের কালীগঞ্জের চাঁচড়া গ্রামে কলাগাছের একটি কাঁদি থেকে ৭০টি কলার মোচা বের হয়েছে। এসব মোচা থেকে কলার বদলে পাশ থেকে আরো মোচা বের হচ্ছে। এ ঘটনায় মানুষের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। এলাকার শত শত উৎসুক মানুষ গাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছেন। এখনো আরো ছোট ছোট মোচা বের হবার অপেক্ষায় রয়েছে।

কলাগাছের মালিক চাঁচড়া গ্রামের আবেদ আলীর ছেলে ছমির আলী বিশ্বাস জানান, গত ১ বছর আগে তিনি বাড়ির পাশের বাগানে একটি বীচি কলার (স্থানীয় ভাষায় দয়াকলা) চারা লাগান। গত চারদিন আগে ওই কলাগাছে প্রথমে একটি বড় মোচা বের হয়। এরপর মোচা থেকে কলার পরিবর্তে পাশ থেকে একের পর এক মোচা বের হচ্ছে। গত ৪ দিনে এক কাঁদিতে প্রায় ৭০টি মোচা বের হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে শত শত উৎসুক মানুষ কলাগাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, এটি মূলত জেনেটিক অ্যাবনরমালিটি বা বংশগত সমস্যার কারণে এমনটি হতে পারে। তবে এটি খুব রেয়ার। লাখে হয়তো একটি কলাগাছে এমন হয়। তিনি জানান, এটি কোনো অলৌকিক ঘটনা নয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular