বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা ঘটনার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, তৈয়ব আলী জোয়রদার, এড আব্দুর রশিদ, গোলাম সারোয়ার সউদ, আব্দুল খালেক, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, আনিছুর রহমান খোকা, এম রায়হান, আক্কাচ আলী, মানসুদ আহম্মদ সনজুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, গ্রেনেড হামলার সাথে জড়িত দোষি ব্যক্তিদের বিচার করে দ্রুত শাস্তির দাবী জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular