বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

নিউজ ডেস্ক:ঝিনাইদহের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আমিরুল ইসলাম (২৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। যশোরের ঝিকরগাছা উপজেলা শ্রীরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর পুলিশ পরিচিতি নম্বর বিডি-৯৪১২১৬৩৮০৭। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেল ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। দুর্ঘটনায় তাঁর শরীরের নীচের অংশ ও দুই পা ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে ছিল। কাতলামারী পুলিশ ফাঁড়ি তদন্ত কর্মকর্তা ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার সকালে সিসি নিয়ে আমিরুল ইসলাম রেশন তুলতে ঝিনাইদহ পুলিশ লাইনসে যান। কিন্তু ছালাভরা নামক স্থানে কী জন্য গেল, তা তিনি বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, গতকাল সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে রেশন তুলে তিনি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular