শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর থানার আয়োজনে সোমবার দুপুরে থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সদর থানার ওসি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস ও সাধারণ সম্পাদক উত্তম গাগুলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালান করেন সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন। মতবিনিময় সভায় সদর উপজেলার ১০৪ টি পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular