স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে ঝিনাইদহে ২৬ মার্চ রবিবার ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে।
১৯৭১সালের এই দিনে পাকিস্থান বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঝিনাইদহের আপামর জনতা সহ বাঙ্গালিজাতী। ঝিনাইদহে প্রতি বছরের ন্যায় রাষ্ট্রীয়ভাবে দিবসটিকে পালন করা হচ্ছে জাতীয় দিবস হিসাবে।
তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।