স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত বাস চালকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদাণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের অফিসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহমান, কার্য্যকরী সভাপতি একরামুলক হক লিকু, সহ-সভাপতি এস এম আবু সাইদ, অলিউর রহমান, বাটুল মোল্লা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সহ-সাধারণ সম্পাদক এ কে এম মাজহারুল ইসলাম বাবুল, মিজানুর রহমান মাসুম। আলোচনা সভা শেষে মৃত বাস শ্রমিত পিকুল মালিতা ও আনোয়ার হোসেনের পরিবারকে ৮০ হাজার টাকা ও মহিউদ্দিনের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়।
নীলকন্ঠ ডট কম/জা/হো/০৫/০৪/১৭ইং/৯.২১পিএম