ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে মহা ধুমধামে সার্বজনীন কালী মন্দির উদ্বোধন ও মায়ের পূজা উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হলো।
ঝিনাইদহের বিষয়খালী বাজারে ২৬শে শ্রাবণ রবিবার সার্বজনীন কালী মন্দির উদ্বোধন ও পূজা উৎসব পালিত হয়েছে। উক্ত উৎসবে প্রধান অতিথি চিলেন জনাব মো: আনোয়ারুল আজিম (আনার) মাননীয় জাতীয় সংসদ সদস্য-ঝিনাইদহ ৪ আসন, উদ্বোধক ছিলেন বাবু কনক কান্তি দাস, চেয়ারম্যান জেলা পরিষদ, বিশেষ অতিথি ছিলেন মো: খুরশিদ আলম মিয়া, চেয়ারম্যান, ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ, কবির হোসেন, চেয়ারম্যান, ১৭ নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ, ঝিনাইদহ সদর উপজেলা-সহ আরো উপস্থিত ছিলেন ৭নং মহারাজপুর ইউনিয়নের সম্মানীত ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাবু বিকাশ কুমার ঘোষ, সভাপতি, শ্রী শ্রী সর্বাজনীন দূর্গা মন্দির কমিটি, বিষয়খালী বাজার, সঞ্চলনায় অবনিশ ভৌমিক, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী সর্বাজনীন দূর্গা মন্দির কমিটি, বিষয়খালী বাজার। এ উৎসবের আয়োজনে ছিলেন সার্বজনীন কালিমন্দির, বিষয়খালী বাজার এর সকল ভক্তবৃন্দ।