নিউজ ডেস্ক:বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে বিয়ে করার সময় ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট এলাকা থেকে গতকাল রোববার জীবন চৌধুরী টিটন ওরফে শ্রাবন নামে এক প্রতারককে বিয়ের আসর থেকে আটক করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, গোপন সূত্রে আমরা জানতে পারি এক ব্যক্তি সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে রতনহাট গ্রামের একটি মেয়েকে বিয়ে করছেন। তার আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ বিয়ের আসর থেকে তাকে আটক করে। জীবন চৌধুরী টিটন ওরফে শ্রাবনের কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহারকৃত সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদার একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে।
মহেশপুরের যাদবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী অভিযোগ করেন, জীবন চৌধুরী ওরফে টিটন কখনো সেনা অফিসার, কখনো র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে এর আগে ৪/৫ বিয়ে করেছেন। এমনকি প্রেমের ফাঁদে ফেলে অনেক মেয়ের জীবনও নষ্ট করেছে সে। বর্তমানে তার একটি ছেলে সন্তানও আছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জীবন চৌধুরী টিটন ওরফে শ্রাবন নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনা অফিসার, র্যাব কর্মকতা পরিচয়ে প্রতারণা করে আসছিল। তার নামে ২০১১ সালে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও ২০১২ সালে দুইটিসহ মোট ৩ টি মামলা রয়েছে।