বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে ব্যারিষ্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ফের ঝাড়– মিছিল ও কুশপুত্তলিকা দাহ

ঝিনাইদহ প্রতিনিধিঃ টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অসম্মান করার প্রতিবাদে ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড় থেকে ঝাড়– মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। সেখানে ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন, শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular