বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি

নিউজ ডেস্ক:ঝিনাইদহে বিসিক শিল্পনগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কেমিক্যাল বর্জ্যে নষ্ট হচ্ছে এলাকার আবাদি জমির ফসল। মাঠের পর মাঠ ধানখেত বিবর্ণ হয়ে যাচ্ছে। জমির মালিক ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী খলিলুর রহমান জানান, বিসিক শিল্পনগরীর দক্ষিণ পাশে ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা মৌজায় ৩৭ শতক ফসলি জমি রয়েছে তাঁর। দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে বিসিকে অবস্থিত মিমপেক্স এগ্রো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ময়লা, কেমিক্যাল ও বর্জ্য তাঁর ফসলি জমির ওপর পড়ছে। এতে করে জমি উর্বরতা হারিয়ে ফসল নষ্ট হচ্ছে, পাশাপাশি পরিবেশ-বিপর্যয় ঘটছে। বিষয়টি মিমপেক্স কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তাঁরা কোনো কর্ণপাত করেনি বলে তিনি অভিযোগ করেন। তিনি সমস্যা সমাধানে ঝিনাইদহ বিসিক শিল্পনগরীর সভাপতি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular