ঝিনাইদহে বিশেষ অভিযান ১০ জন জামায়াত বিএনপিসহ গ্রেফতার ৫৭

0
40

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৯ জন বিএনপি ও একজন জামায়াত কর্মী রয়েছে। সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রোববার রাতভর অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ২৭ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৭ জনকে গ্রেফতরা করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।