বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে বাংলাদেশ যুব গেমস উপলক্ষে মশাল র‌্যালী !

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে বাংলাদেশ যুব গেমস উপলক্ষে বর্ণাঢ্য মশাল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরে একটি মশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ক্রীড়া সংস্থায় গিয়ে শেষ হয়। র‌্যালীতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, নির্বাহী সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদ এ্যাড. বিকাশ ঘোষ, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস সহ খেলোয়াড়রা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এ বছর জেলার ৬ উপজেলার ২’শ ৭০ জন খেলোয়াড় ২১ টি ইভেন্টে অংশ নিবে। আগামী ২৪ ডিসেম্বর পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular