ঝিনাইদহে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

0
30

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের মহেশপুরে পুকুর ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহেশপুর উপজেলার হামিদপুর গ্রামে শুক্রবার সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃতরা হলো:- ওই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মাধুরী ( ৮ ) ও ছেলে মাহবুব (৫)। ওসি কবির চৌধুরী জানান, “সকালে মাধুরী ও মাহবুব বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এরপর এক পর্যায়ে তারা পুকুরে পড়ে তলিয়ে যায়।” পরে বেলা সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।