ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় নসিমন চালক নিহত

0
1

ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় আমিরুল ইসলাম (৪১) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত নসিমন চালক হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাত্তার লস্কারের ছেলে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের তিনমাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে খালি নসিমন গাড়িটি দ্রুত গতিতে মাগুরার দিকে যাচ্ছিল। সেসময় ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কা নসিমন গাড়িটি উল্টেয়ে যায়।

এতে রাস্তার উপর ছিটকে পড়েন নসিমন চালক আমিরুল। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এই তথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত পিকআপ ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।