স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদ দুর্নীতি বিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে শুক্রবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুসহ বিভিন্ন সচেতন ব্যক্তি অংশ গ্রহন করেন। পরে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।