জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার কাকার গ্রামে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হাতুড়ি পিটিয়ে আবদুল আজিজ (২১) নামের এক তরুণ নিহত করেছে।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কাকার গ্রামের বাজারের কাছে এই ঘটনা ঘটে। নিহত আজিজ ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে আজিজ রিকশাভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় রিকশাভ্যানে বসে থাকা আজিজের পায়ে একই গ্রামের মতিয়ার রহমানের বাইসাইকেলের আঘাত লাগে।
এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা দুজনেই বাড়ি চলে যান। কিছুক্ষণ পর আবারও আজিজ কোনো কাজে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় বাজারের কাছে মতিয়ারের লোকজন হাতুড়ি দিয়ে আজিজকে এলোপাতাড়ি আঘাত করে।
স্থানীয়রা আহত অবস্থায় আজিজকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালে আছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।