ঝিনাইদহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
43

 

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় ট্রাক চাপায় আলমগীর হোসেন (২৬) নামে ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার দুপুরে ওই পানামী সড়কের রাজধরপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আলমগীর হোসেন খুলনার কয়রা থানার গোবরা বেড়বামিয়া গ্রামের বাবু সানার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানানদ, গোয়ালপাড়া বাজার থেকে একটি ট্রাক পানামীর দিকে যাচ্ছিল। পথে রাজধরপুর নামক স্থানে পৌঁছালে দিক থেকে আসা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। সে সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসন নামের ওই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।