ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও ভার্মি কম্পোস্ট উৎপাদন কৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার আয়োজনে, জাইকার এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় অর্থায়নে ৬৮ জন কৃষককে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ প্রদাণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত গ্রীন চাষী ইদ্রিস আলী জৈব সার উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ প্রদাণ করেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনের প্রশিক্ষিত কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম। সনদপত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আনিসুজ্জামান। সেসময় বক্তারা বলেন, কৃষি বান্ধব সরকারের প্রযুক্তিগত সহযোগীতায় কৃষককুল আজ এগিয়ে যাচ্ছে। সেই সাথে জৈব সার ও ভার্মি কম্পোস্ট উৎপাদন কৌশল বিষয়ে প্রশিক্ষণ কৃষকদের আরও একধাপ এগিয়ে নিতে সহযোগীতা করবে।