নিউজ ডেস্ক:
করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে কেপি বসু সড়কের প্রবেশ পথে এ টানেলের উদ্বোধন করা হয়। এসময় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে.কর্ণেল নাসির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ পৌরসভার ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ট্যানেলটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। আগামী ১০ মে থেকে শহরের কেপি বসু সড়কের প্রায় আড়াই’শ পোশাকের দোকানে আগত ক্রেতারা এ টানেলের মধ্যে দিয়ে জীবাণুমুক্ত হয়ে দোকানে কেনাকাটা করবেন। কেপি বসু সড়কে আগতদের এই টানেল হয়ে একমুখী বাজারে প্রবেশ করতে হবে। এর মাধ্যমে কিছুটা হলেও করোনা মোকাবেল করা সম্ভব হবে বলে জানিয়েছেন আয়োজকরা। টানেলটি নির্মাণ করে সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কসপ কোম্পানী।