ঝিনাইদহ সংবাদদাতাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। রোববার সকালে সরকারি কেসি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তার। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সেসময় জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্দে, সাধারণ সম্পাদক রানা হামিদসহ ছাত্রলীগের জেলা, উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবী জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদাণ করা হয়।