রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ঝিনাইদহে চোরের ঘুষিতে মাল্টা চাষি নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে চোরের ঘুষিতে মনু পাঠান (৬৫) নামে এক মাল্টা চাষির মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামে। নিহত মনু পাঠান ওই গ্রামের মৃত আলী পাঠানের ছেলে। নাজমুল হুদা নামে এক গ্রামবাসি জানান, মনু পাঠান বাড়ির পাশের ১৫ কাঠার একটি জমিতে মাল্টার আবাদ করেন।

মাল্টা খাওয়ার উপযোগী হওয়ায় তিনি ওই বাগান প্রতি রাতে পাহারা দিতেন। রোববার রাতে বাড়ির ছাদ থেকে মাল্টা বাগান দেখছিলেন তিনি। এমন সময় দুই যুবক বাগানে প্রবেশ করে ফল ছিঁড়তে থাকে। এ দৃশ্য দেখে মনু পাঠান বাগানে যান। এসময় এক যুবক পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলেন তিনি। ওই যুবক মনু পাঠানকে কিলঘুষি মারলে তিনি বুক গেলো বলে চিৎকার করে ওঠেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular