বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে এবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পথি মধ্যে কুপিয়ে জখম

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মোয়াজ্জেম হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে পথি মধ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের গোপিনাথপুর লেবুতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। মোয়াজ্জেম হোসেন শহরের কালিকাপুর গ্রামের জলিল মন্ডলের ছেলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারনা পুর্ব বিরোধর জের ধরে তার উপর হামলা হতে পারে। আহত মোয়াজ্জেম হোসেন জানান, একটি মারামারি মামলায় তিনি ২০ দিন জেলখানায় ছিলেন। বুধবার তিনি আদালত থেকে জামিন নিয়ে রাত সাড়ে ৮টার দিকে জেল থেকে বাড়ি ফিরছিলেন।

এ সময় প্রতাপপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে ইউসুফ ও ইউনুস এবং একই গ্রামের দাউদ লস্কারের ছেলে টিপু তার উপর চড়াও হয় এবং কুপিয়ে জখম করে। পথচারিরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক শাহ আলম প্রিন্স জানান, মোয়াজ্জেমের হাত এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে তিনি আশংকা মুক্ত। ঝিনাইদহ জেলা কারাগারের জেলার নিজাম উদ্দীন জানান, রাত ৮টার দিকে মোয়াজ্জেম কারাগার থেকে বের হয়েছিলেন। জামিন প্রাপ্ত আসামীর উপর হামলার ঘটনা তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা ওসি এমদাদুল হক শেখ জানান, বিষয়টি নিয়ে পুলিশ ব্যাস্ত আছে। পরে সব জানানো হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular