নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় দেশী অস্ত্র তৈরির দুই কারিগরকে গ্রেপ্তার করা হলেও অধরা রয়েছেন চেয়ারম্যান নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার শৈলকুপা উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের গ্রামের বাড়ি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪৭টি সড়কি, ১৭টি ঢাল, ১০-১২ কেজি বেতসহ অসবত্র তৈরির সরঞ্জাম।
পুলিশ জানায়, শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নে প্রায় দেশীয় অস্ত্র ঢাল-সড়কি, তরবারি নিয়ে হানাহানি ও ক্যাইজা-দাঙ্গা চলে আসছে। গ্রাম্য দলাদলী, জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এসব অস্ত্র-সস্ত্র ব্যবহার করা হয়। এতে করে হতাহত, বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে আসছে। শৈলকুপায় পৌর নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউপি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ। এ ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ানম্যনের বাড়ি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।