বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে আবারো রেল লাইনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহে রেল লাইন সংযোগের দাবিতে আবারো মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ রিপোটার্স ইউনিটি ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন। ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন ঝিনাইদহ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ    জলিল ও সাংবাদিক জাহিদুর রহমান তারিক, কিন্ডার গার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, ইবতেদায়ী মাদরাসা সমিতির আনোয়ার হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের শরিফুল ইসলাম, রেল পথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ফজলুর রহমান খুররম, যুগ্ম আহবায়ক মনোয়ারুল হক লাল, শান্ত জোয়ার্দ্দার ও সংগ্রাম কমিটির আহবায়ক খোন্দকার হাফিজ ফারুক। বক্তারা, পদ্মাসেতু থেকে ঝিনাইদহের উপর দিয়ে মেহেরপুর বা যশোরে রেল লাইন স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular