ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ১০টি কমিউনিটি রিডিং ক্যাম্প এর স্থায়ীকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশন এর সহতায় উপজেলা পরিষদের মিলানায়তনে এ কর্মশালা অুনুষ্ঠিত হয়। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিড প্রকল্পের ডেপুটি-ডাইরেক্টর মো: আকিদুলইসলাম, সেভ দ্য চিলড্রেনের স্কুল এন্ড কমিউনিটি এনগেজমেন্ট ম্যানেজার আফরোজা ইয়াসমিন, মিডিয়া রিলেসন্স এর ডেপুটিম্যানেজার মেহের নিগার জেরিন। রিড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইকবাল হোসেন ও জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা ছাড়াও হরিণাকুন্ডু উপজেলার চারটি ইউনিয়ানের চেয়ারম্যান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৫টি উপজেলায় রিড প্রকল্পভুক্ত ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় ১৬০টি কমিউনিটি রিডিং ক্যাম্প বাস্তবায়িত রয়েছে।