বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ঝিনাইদহের সন্তান সিরাজুল ইসলাম হলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক !

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের সন্তান সিরাজুল ইসলাম কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন। মোঃ সিরাজুল ইসলাম ৫ অক্টোবর ১৯৬৩ সালে ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত বাগডাঙ্গা গ্রামে মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রাতিষ্ঠানিক ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনে তিনি পাকিস্থান, ভারত ও বেলজিয়াম সফর করেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন সিলেট অফিসের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে। ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ সিরাজুল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদান পূর্বক সিলেট অফিসেই বহাল রাখা হয়েছে।

সিরাজুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ প্রায় ২৯ বছরের চাকরি জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট, ইইএফ ইউনিট ও রংপুর অফিসে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular