নিউজ ডেস্ক:
ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামের মৃত শরাফত হোসেনের বাড়িটি গতকাল থেকে ঘিরে রেখেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় গতকাল দুপুরে বাড়ির মালিক মৃত শরাফত হোসেনের ছেলে শামিমকে আটক করেছে পুলিশ।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহমেদ জানান, জেলা সদরের লেবুতলা গ্রামে জঙ্গি আস্তানা মৃত শরাফত মন্ডলের বাড়িতে পুলিশ গতকাল রবিবার দুপুরে অভিযান চালিয়ে ৮ টি বোমা ও ১ টি নাইন এমএম পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শামীম নামের একজনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে ঢাকা থেকে বোম ডিস্পোজাল ইউনিট আসার পর বাড়ির ভিতরে উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান তিনি।