বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহের মহেশপুরের পাশ্ববর্তী চৌগাছায় অবৈধ পশুর হাট উচ্ছেদের আদেশ ॥ হাইকোর্ট

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াপড়া পশুর হাটের পাশ্ববর্তী যশোহর জেলার চৌগাছা ঋষিপাড়ায় নতুন করে অবৈধভাবে পশুর হাট বসানোই হাইকোর্ট এর দৈত্তবেঞ্চ এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের আদেশ দিয়েছেন। এছাড়াও পৌর এলাকার সকল অবৈধ হাট উচ্ছেদের আদেশ দিয়েছেন। যশোহর জেলা প্রশাসক ও যশোহর পুলিশ সুপারকে আদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে কার্যকরের আদেশ দিয়েছেন।

এছাড়াও স্থানীয় সরকারের মন্ত্রনালয়ের সচিব এবং সমবয় সচিব,ভুমি মন্ত্রনালয়ের সচিব,খুলনা বিভাগীয় কমিশনার, যশোহর জেলা প্রশাসক, চৌগাছা উপজেলা ইউএনও, যশোহর পুলিশ সুপার, চৌগাছা থানা, চৌগাছা পৌরসভা পুলিশ ষ্টেশন কে তারা-তারি (অবিলম্ভে) অবৈধ ও অনুমতিবিহিন পশুহাট সরানোর জন্য আদেশ দেন। কেন নির্দেশ দেওয়া হবে এই মর্মে ১ হতে ৮জন কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করেছেন। হাইকোর্ট এর জাসটিস কাজী রেজাউল হক ও জাসটিস মোহাম্মদ উল্লাহ এর দৈত্তবেঞ্চ গত ৮ই মে এ আদেশ দিয়েছেন।

ঝিনাইদহ শহরের ব্যবসায়ী ওয়াহিদ সাদিক মহেশপুর উপজেলার পোড়াপাড়া বাজারের পশুর হাটের উজারাদার হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে রিট করেন। হাইকোর্টে রিট করেন ব্যারিষ্টার ইউসুফ হোসেন হুমায়ন ও এ্যাডঃ উজ্জল হোসেন এবং সহকারী ছিলেন এ্যাডঃ শফিকুল আজম চঞ্চল।

ভুক্তভোগী ও টেন্ডর সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার পোড়াপাড়া বাজারের পশুর হাটের টেন্ডারের আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান। এরপর ১কোটি ৪১লক্ষ ৫৬হাজার ২৫০টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে ১ বছরের জন্য হাটটির  ইজারা পান ঝিনাইদহ শহরের ব্যবসায়ী ওয়াহিদ সাদিক। কিন্তু টেন্ডারের টিকতে না পেরে প্রতিপক্ষ চৌগাছার আনোয়ারুল ইকবাল দেওয়ান ডাবলু নামে এক ব্যক্তি সম্প্রতি পোড়াপাড়া বাজারের সন্নিকটে চৌগাছা সীমানার মধ্যে অবৈধভাবে পশুর হাট বসিয়েছেন। যে হাটের সরকারি কোন অনুমোদন নেই। তিনি মহেশপুর পোড়াপাড়া বাজারে প্রতি সপ্তাহে রোববার ও বুধবার হাট লাগে।

একই দিনে তিনি পাশ্ববর্তী উপজেলায় ঋষিপাড়ায় বেআইনীভাবে পশুর হাট বসিয়েছেন। কিন্তু ঋষিপাড়ায় বেআইনীভাবে ঐ হাটের সাথে মিল করে রোববার ও বুধবার হাট লাগান।তবে ঋষিপাড়ায় সোম ও শুক্রবার সাপ্তাহিক হাট।

উল্লেখ্য,বিষয়টি হাট ইজারদার ওয়াহিদ সাদিক খুলনা বিভাগীয় কমিশনার, যশোর ও ঝিনাইদহ  জেলা প্রশাসক, মহেশপুর ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের লিখিত ভাবে অবহিত  করেছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular