স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার বাসিন্দরা নতুন করে চোর ও ছিনতাইকারীদের অত্যাচারে এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাত ১০টার পর জনবহুল এই পাড়াটি শ্বশানে পরিণত হয়। আর জনমানবহীন রাস্তায় রাজত্ব করে ছিনতাইকারী ও ছিচকে চোরের দল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপারীপাড়ার বাসিন্দারা তাদের এই সমস্যার কথা তুলে ধরেছেন। তাদের ভাষ্য এই গরমে একটু জানালা খুলেও শোবার মতো নেই। ওলিগলি জুড়ে অচেনা মানুষদের আনাগোনায় রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে।
তথ্যানুসন্ধান করে জানা গেছে, ব্যাপারীপাড়ার দুই যুবক মফিজুর রহমান ও মানিক নিহত হওয়ার পর পাড়ার মানুষ চরম আতংকে রয়েছে। এই আতংকের মধ্যে নতুন করে সমস্যা দেখা দিয়েছে চুরি। বাইরের চোরেরা বিভিন্ন বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৫/৬টি বাড়িতে চুরি হয়েছে। পুলিশ টহল থাকলেও সুযোগ বুঝ ওলিগলিতে ঢুকে চোরেরা চুরি করছে।
এ অবস্থায় এলাকাবাসি পাড়াটি পুলিশী সহায়তায় পাহারা বসানোর দাবী জানিয়েছে। এটা হলে চুরি, ছিনতাই ও রাতে মাদক ব্যবসায়ীদের বিস্তার রোধ হবে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ব্যাপারীপাড়ায় নিয়মিত পুলিশ টহল রয়েছে। তারপরও বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সব রোডে টহল জোরদার করা হবে।