বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ঝিনাইদহের প্রতিবন্ধি কিশোর জামাল হোসেন নিখোঁজ

প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের বাক, শারিরীক ও মানসিক প্রতিবন্ধী কিশোর জামাল হোসেন ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানের জন্য তার পিতা নুর ইসলাম খোকা ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। পিতা নুর ইসলাম খোকা জানান, গত ৩০ জুন শুক্রবার সকালে বাড়ী থেকে বের হয় জামাল। এরপর আর বাড়ীতে ফিরে আসেনি।

নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খুজেও তাকে পাওয়া যায় নি। জামাল ঠিকমত হাটা-চলা করতে পারে না। ভালোমত কথাও বলতে পারে না। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। যদি কেউ জামালের সন্ধান পান, তাহলে নিকটস্থ থানা ও ০১৭০৬-৫৪৩৭৮৯ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা নুর ইসলাম খোকা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular