ঝিনাইদহের পুলিশ সুপার পিপিএম পদক পাওয়ায় সিও সংস্থার সম্মাননা প্রদাণ

0
10

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান সম্প্রতি পিপিএম পদক অর্জন করেছেন। পিপিএম পদক পাওয়ায় ঝিনাইদহর সিও সংস্থার পক্ষ থেকে পুলিশ সুপারকে সম্মাননা প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সিও পরিবারের সদস্যরা এ সম্মননা প্রদাণ করেন। এসময় সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শীলা, প্রকল্প পরিচালক (ঋণ) ওহিদুর রহমান, উপ-পরিচালক (ট্রেনিং এন্ড রিচার্স) সরোজ কুমার দাস, প্রধান হিসাব রক্ষক বদরুল আমিনসহ সিও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।