বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক:হঠাৎ করেই বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় কালীগঞ্জ শহরের ৮টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নতুন ও পুরাতন বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, কিছু অসাধু ব্যবসায়ী করোনার অজুহাতে বাজারে খাদ্যদ্রব্য সঙ্কট সৃষ্টিসহ বেশি দামে পণ্য বিক্রি করছিলেন। এমন সংবাদ পেয়েই তিনি বাজারে ৭টি চালের দোকান ও ১টি ওষুধের দোকানে এ জরিমানা করেন। তিনি আরও জানান, সরকারের নির্দেশনা না মেনে পরবর্তীতে পণ্যের দাম বাড়ালে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফসহ পুলিশ একটি দল উপস্থিত ছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular