রিপোর্ট : ইমাম বিমান: “আমাদের অঙ্গীকার মাদক মুক্ত পরিবার “ এই ম্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী ও মাদকের কুফল সম্পর্কিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে জেলার সরকারী বেসরকারী কর্মকর্তা ও কর্মচারী, রাজনীতীবিদ, বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, যুবক, ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী মানুষ এবং তিনশত বাইসাইকেল আরোহীর (মাদক বিরোধী বিভিন্ন ফেস্টুন লাগানো) অংম গ্রহনে র্যালী এবং মাদক বিরোধী আলোচনা সভা শেষ হওয়ার ২৪ ঘন্টা সময় শেষ হতে না হতেই ঝালকাঠী ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টার সময় জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে মটর সাইকেল যোগে আসার সময় এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করে তার কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করে।
এ বিষয় ডিবি পুলিশের সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কামরুজজামান মিয়ার নেতৃত্বে এসআই শাহীন, এএসআই জালাল, এএসআই মোফাজ্জেল ও এএসআই শিমুল সহ একটি দল গোপন সাংবাদের ভিক্তিতে পুলিশ লাইনের সামনের সড়ক থেকে মটর সাইকেল যোগে আসার সময় মটরসাইকেল চালক সহ ইভা আক্তার (২০) নামের এক নারীকে আটক করে তার কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করে। ইভা ঝালকাঠী পূর্বচাদঁকাঠী বাস্তহারার আমির হোসেনের মেয়ে এবং ঝালকাঠির কথিত নারী মাদক ব্যবসায়ী তানিয়ার ছোট বোন। ইভার বোন কথিত মাদক ব্যবসায়ী তানিয়া ও ইভার মামা জামালকে জেলা ডিবি পুলিশ একাধিকবার গ্রেফতার করায় তারা বর্তমানে ঝালকাঠি ছেড়ে বরিশালে মাদক ব্যবসা করছে বলে স্থানীয় সূত্রে জানাযায় ।
ডিবি পুলিশের অফিসার ইন চার্জ কামরুলজ্জামান মিয়া জানান, আটক কৃতদের বিরুদ্বে মাদক আইনে মামলার প্রস্তুতী চলছে।