বশির আহাম্মেদ খলিফা,ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা প্রকৌশলী একেএম রেজাউল করিমের ১৩ বছর সাজা দিয়েছে বৃটেনের আদালত। শুক্রবার (২৩ নভেম্বর) ভিসা জালিয়াতির অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়। শনিবার সকালে একটি বেসরকারী টেলিভিশনে টিকার দেখে বিষয়টি অবহিত হন স্থানীয় সাংবাদিকরা। পরে লন্ডনে প্রবাসী এক আইনজীবীর মাধ্যমে ঝালকাঠির সাংবাদিকরা জানতে পারেন, মামলার রায়ের সময় ঘনিয়ে আসায় কিছুদিন আগে রেজাউল করিম লন্ডন থেকে কৌশলে পালিয়ে যান। এ আইনজীবী আরো জানান, সাজা হয়ে যাওয়ায় রেজাউল করিমের বিরুদ্ধে এখন ইন্টারপোল ওয়ারেন্ট জারি করতে পারে।
এদিকে দেশে এসে রেজাউল করিম একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম তোলেন এবং জমা দেন। ঢাকায় বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। এ বিষয় জানতে চাইলে বর্তমানে ঢাকায় অবস্থানরত রেজাউল করিমের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বর চাওয়া হয় ব্যাক্তিগত সহকারী নিরব মল্লিকের কাছে। কিন্তু তিনি মোবাইল নম্বর না দিয়ে এ প্রতিনিধিকে জানান রেজাউল সাহেবই আপনাকে ফোন করবেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রেজাউল করিম আর ফোন করেননি। স্থানীয় কয়েক জন সাংবাদিক জানান, রেজাউল করিম দেশে এসে তাদের সাথে টিএন্ডটি নম্বর দিয়ে ফোন করে ছিলেন। বিভিন্নভাবে চেষ্টা করেও তার সেল ফোন নম্বর পাওয়া যায়নি।