ঝালকাঠিতে ৩৬তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান।

0
35

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে ৩৬তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জেলার ১৪ জন ছেলেমেয়েকে সংবর্ধনা প্রদান২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালযের সভাকক্ষে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। ৩৬তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ন সচিব) মো. নূরুল আলম বক্তব্য রাখেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শেখ আবুবকর সিদ্দিক, ঝালকাঠি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ ও সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা, প্রমুখ

 

বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ১৪ জন ক্যাডারদের মধ্যে শেখ মো. আলাউল ইসলাম ফরহাদ (প্রশাসন) ও কামরুন্নাহার তামান্না (কৃষি) তাদের অনুভূতি ব্যক্ত করেনউক্ত অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন, বিশ্বজিত দেবনাথ (পররাষ্ট্র), মো. কামরুজ্জামান (স্বাস্থ্য), রিপন চন্দ্র বেপারী (সাধারণ শিক্ষা), মলয় হাওলাদার (সাধারণ শিক্ষা), আশিষ হালদার (সাধারণ শিক্ষা), মো. নাজিবুল ইসলাম (সাধারণ শিক্ষা), মো. মেহেদী হাসান মিঠু (সাধারণ শিক্ষা) ও মো. রাকিব হোসেন (টেকনিক্যাল এডুকেশন)
অনুষ্ঠানে বিসিএস ক্যডারে সুপারিশপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানানোসহ তাদের হাতে সম্মাননা স্মারকতুলে দেয়া হয়অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ছাইদুজ্জামান, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা. শিক্ষক, সাংবাদিক ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন