রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠ জেলার নলছিটি উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পতে সড়ক দূর্ঘটনায় ১১ জন আহতের মধ্যে ৪ জন গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থীদেরকে দেখতে নলছিটি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা প্রশাসক। এ খবর পেয়েঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক ও নলছিটি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান।
সাড়াদেশে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হলে দ্বিতীয় দিন ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল নয়টার দিকে ট্রলারটেম্পো যোগে পরীক্ষা দিতে পরীক্ষায় কেন্দ্রে যাওয়ার সময় ট্রলারটেম্পো উল্টে এসএসসি পরীক্ষার্থী সহ ৫জন আহত হয়েছে।উপজেলার মালুহার গ্রামের কুলকাঠি-তালতলা সড়কের ভারানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে । আহতদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেবাচিমে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনায় টেম্পোর চালকও আহত হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত পরীক্ষার্থী বিথী , সুমন এবং টেম্পো চালক শামসুল হককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
জানা গেছে, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দেওয়ার জন্য কুলকাঠি শহিদীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই পরীক্ষার্থীরা কুলকাঠি-তালতলা সড়ক দিয়ে টেম্পোযোগে বি জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। টেম্পোটি ভারানি এলাকায় পৌছালে চাঁকা খুলে দুর্ঘটনায় স্বীকার হয় । টেম্পোর ভেতরে থাকা এগারো পরীক্ষার্থী এবং টেম্পো চালক আহত হন।এদের মধ্যে বিথী, মিম আক্তার, সুমন ঢালি ও হেলেনাকে গুরুতর অবস্থায় প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আহত অন্য পরীক্ষার্থীদের সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়।
এ খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো:হামিদুল হক ও নলছিটি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান।