বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ঝালকাঠিতে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীর্তি ফাঁস করায় প্রধান শিক্ষকের কক্ষে তালা ও বসত ঘরের দেয়ালে নোটিস ।

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর এম এল মাধ্যমিক ব্যিদ্যালয়ের সহকারি শিক্ষক ননী গোপালের নিয়োগের অনিয়ম দুর্নীর্তি ফাঁস করার আপরাধে প্রধান শিক্ষককে খুন, গুমের হুমকি দেয় সহকারি শিক্ষক মো.সরোয়ার হোসেন ওরফে পামরি সোরাপ নিয়োগের অনিয়ম দুর্নীর্তি ফাঁস করার আপরাধে প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানের কক্ষে তালা লাগিয়ে দিয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান জাকির ফরাজি। শুধু তাই নয় শিক্ষকের বসত ঘরের দেয়ালে সোর্কজ নোটিস ঝুলিয়ে দিয়েছে

এ বিষয় প্রধান শিক্ষক মো. মেহেদি হাসান জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান জাকির ফরাজি মোটা অংকের টাকার বিনিময়ে সহকারি শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীর্তি করে সহকারী শিক্ষক নিয়োগ করেছে। ইউনিয়ন চেয়ারম্যান জাকির ফরাজির নির্দেশনায় সহকারি প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন ওরফে পামরি সোরাপকে দিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে সহকারি শিক্ষক পদে দক্ষিন চেচরি গ্রামের ননি গোপালকে নিয়োগ দেনএই অবৈধ নিয়োগের তথ্য বিভিন্ন গন-মাধ্যম ও এলাকার শুশিল সমাজের কাছে প্রকাশ পেলে, ক্ষিপ্ত হয়ে আমাকে বেআইনি ভাবে শোকর্জ নোটিশ ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে, এমনকি পুর্ব ভান্ডারিয়ার আমার বসত বাড়ীর দেয়ালেও শোকর্জ নোটিশ লাগিয়ে দিয়েছে নোটিশ লাগানোর সময় প্রতিবাদ করলে, আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন জাহানকে লাঞ্চিত করেমেহেদি আরও জানান, আমার স্কুলের অফিস কক্ষে বিদ্যালয়ের সকল গুরুত্ব পুর্ন কাগজ পত্র এমনকি স্কুল পড়য়া শিক্ষাত্রীদের সার্টিফিকেট রয়েছেএমতাবস্তায় বিভিন্ন ভয়,ভিতি ও হুমকির কারনে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যার ফলে গত ২৩ডিসেম্বর থেকে অদ্যবদি স্কুলে যেতে পারছিনাএ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির ফরাজি জানান, শোকর্জ নোটিশ বিধি মোতাবেক বসত ঘরের দেয়ালো লাগানো হয়েছে

Similar Articles

Advertismentspot_img

Most Popular