ঝালকাঠিতে যথাযোগ্য মযার্দায় জেলা পুলিশের জাতীয় শোক দিবস পালন

0
36

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠিতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মযার্দায় জাতীয় শোক দিবস পালন করেছে ঝালকাঠি জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন এবং সম্মান প্রদর্শন করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একই দিন বাদ যোহর ঝালকাঠি জেলা পুলিশ কতৃক ঝালকাঠি পুলিশ লাইনে  ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা এবং  জাতির পিতার রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি পুলিশ লাইন ড্রিলসেডে আয়োজিত আলোচনা সভা শেষে মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।