ঝালকাঠিতে মৌলিক চাহিদা বঞ্চিত ৫ সন্তানের জননী নব্বইয়ার্ধ সরবানুর মানবেতর জীবন

0
11
রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন  ৬নং মঠবাড়িয়া ইউনিয়নস্থ বাঘরী গ্রামের মৃত তাহের মল্লিকের স্ত্রী পাঁচ সন্তানের জননী আজ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত।  নব্বইয়ার্ধ বয়সের বৃদ্ধা সরবানু মানবেতর জীবন যাপন যেন দেখার কেউ নেই।
মানুষের জীবনের পাঁচটি মূল মৌলিক চাহিদার মধ্যে অধিকাংশ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা থেকে বঞ্চিত সরবানুর বাসস্থান আজ জরাজীর্ন গোয়ালঘরের পাশে নরবড়ে ছোট্র কুঠরিতে।
৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী সরবানু। আর এই ৫ সন্তানের মধ্যে বর্তমানে ২ ছেলে ও ২ মেয়ে সন্তান জীবিত এবং যাদের আয় সীমিত। সন্তানদের আয়ই যখন সীমিত তখন মা হয়তো থাকেন নিন্দিত। আর এই নিন্দিত মায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ পেলে শুরু হয় আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরবানু ও তার পরিবারের প্রতি সুদৃষ্টি কামনা তথা আর্থিক সাহায্যের জন্য অনেকেই বিত্তবানদের
এগিয়ে আসার আহবান জানিয়েছেন