ঝালকাঠিতে মাদক মামলায় ভাগনীর রিমান্ডের মেয়াদ শেষ হতে না হতেই দেড় কেজি গাজাসহ মামা আটক

0
10

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে মাদক মামলায় ভাগ্নীর রিমান্ডের মেয়াদ শেষ হতে না হতেই কুখ্যাত মাদক ব্যবসায়ী মামাকে ১ কেজি ৫০০ গ্রাম গাজা সহ আটক করেছে সদর থানা পুলিশ। ৩ মার্চ শনিবার দুপুরে সদর থানার এসআই হারুনের নেতৃত্বে এএসআই মিঠুন, এএসআই জসিম, সহ ৫ সদস্যের একটি দল সদর উপজেলাধীন বিনযকাঠি ইউনিয়নের বালকদিয়া গ্রামের জৈনক জয়নাল মল্লিকের ছেলে কুখ্যাত মাদক ব্যবসযী রাকিবুল হাসান টিটু মলি­ক (৩৬) কে গাজা সহ আটক করে৷

এ বিষয় ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি জানাতে পারি বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া গ্রামের কথিত মাদক ব্যবসায়ী টিটু মলি­কের কাছে প্রচুর মাদক রয়েছে এই সংবাদের ভিত্তিতে গগন পুলিশ ক্যাম্প ইনচার্জের দায়িত্বে থাকা সদর থানার এসআই হারুন স্যার, এএসআই জসিম সহ পুলিশের একটি দলনিয়ে বিনয়কাঠির উদ্দেশ্যে রওনা হই। পূর্বথেকেই মাদক ব্যবসায়ী টিটু মলি­কের অবস্থান লক্ষ্যকরে জানতে পারি টিটু তার বসত বাড়ীতে অবস্থান করছে পরে আমরা টিটু বাড়ীতে গিয়ে তল­াশী করলে মাদক ব্যবসায়ী টিটু মলি­কের বসত ঘর থেকে ছোট একটি বস্তার ভিতরে রাখা আনুমানিক দেড় কেজি গাজা উদ্ধার করে টিটুকে আটক করতে সক্ষম হই। পরে টিটু মলি­ককে ঝালকাঠি সদর থানায় হাজির করি। টিটু মলি­কের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

গত ২৬ ফেব্র“য়ারী টিটু মলি­কের ভাগনী আলোচিত মহিলা মাদক ব্যবসায়ী লাইলি (৩৩) কে তার বাড়ী থেকে ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে পুলিশের একটি দল এক কেজি গাজা সহ আটক করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ বাদী হয়ে লাইলির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। মাদক মামলায় লাইলিকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালতের বিজ্ঞবিচারক ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আর সেই রিমান্ড শেষ হতে না হতেই একই বাড়ীর নারী মাদক ব্যবসায়ী লাইলির মামা টিটু মলি­ককে সদর থানা পুলিশ গাজাসহ আটক করে।