রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠিতে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস ধাক্কায় এক মটোরসাইকেল রেন্টে-এ-কার আরোহী নিহত ও চালক সহ দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির পেট্রোলপাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভাড়ায় চালিত মটোরসাইকেল রেন্টে-এ-কারে আবুল বাশার মল্লিক (৩৫) নামে এক যুবক এক আরোহী ছিল। দ্রুত গতিতে আশা একটি মাইক্রবাস মটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থালে মটর সাইকেল আরোহী সহ ড্রাইভার দুজনেই ছিটকে পরে গিয়ে গুরুতর আঘাত পায়। মোটরসাইকেলটি ছিটকে যাওয়ায় আরোহী ও চালক সহ আরো দু’জন পথচারী আহত হয়েছে। মোটরসাইকেলটি ছিটকে পড়লে পথচারীদের সহযোগীতায় আহতদের তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। ঝালকাঠি হাসপাতালে মটরসাইকেল আরোহী আবুল বাশার মল্লিকের অবস্থা আশংকা জনক থাকায় কর্রব্যরত চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে হস্থান্তর করেন । আশংকা জনক অবস্থায় ঝালকাঠি থেকে মটরসাইকেল আরোহী আবুল বাশার মল্লিককে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় সে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বরিশাল বেঙ্গল বিস্কুট কোম্পানিতে কর্মরত নিহত আবুল বাশার মল্লিক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের বাড়ী থেকে একটি রেন্ট-এ-কার মটোরসাইকেল যোগে বরিশালের উদ্দোশ্যে রওয়ানা হয়। সন্ধ্যায় ঝালকাঠি বাসষ্টান্ড-বিশ্বরোড সংযোগস্থলে পেট্রলপাম্প মোড় অতিক্রম কালে দ্রুতো গতিতে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটির পেছন থেকে ধাক্কা দেয়। এতে মটোরসাইকেলটি ছিটকে গেলে আরোহী আবুল বাশার মল্লিক ও চালক গুরুত্বর আহত। এমন কি তাদর ছিটকে যাওয়া মটোরসাইকেলের আগাতে আরো এক পথচারী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, বেপরোযা গতিতে আসা মাইক্রোবাসটি দূর্ঘটনা ঘটিয়ে দ্রুতো গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পথচারীরা আহত দুই মটোরসাইকেল আরোহীকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। অপর দিকে দূর্ঘটনা ঘটানো ঘাতক মাইক্রোবাসটিতে বরিশালের প্রভাবশালী এক নেতা আরোহী ছিলেন এবং এই কারনে পেট্রলপাম্প মোড়ে একজন ট্রাফিক পুলিশের সার্জন ও সদস্য সার্বক্ষনিক ভাবে দায়িত্ব পালন করলেও তাদের চোখের সামনে দূর্ঘটনা সংগটিত হলেও ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেনি।
ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠির বাসিন্দা আবুল বাশার মল্লিক উক্ত গ্রামের আতাহার মল্লিকের পুত্র। বরিশার শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ (সেবক) হরেকৃষ্ণ রাত সাড়ে ৮টার সময় আহত আবুল বাশারের মৃত্যুর খবর নিশ্চিত করেন।