ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচিতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালিত

0
10

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ শনিবার সকালে জেলা প্রাশাসক মো: হামিদুল হকের নেতৃত্বে জেলা প্রাশাসক কার্যালয় চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।

জেলা প্রশাসন কতৃক আয়োজিত এ বর্নাঢ্য র‌্যালিতে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন পেশাজীবী ্ও সামাজিক সংগঠনের হাজারো মানুষ যোগ দেয়। উক্ত র‌্যালিতে জেলা পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ:লীগ সভাপতি সরদার শাহ আলাম, জেলা আ:লীগ সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল­াহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকাদার প্রমুখ। এছড়াও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, জেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, ভিন্ন সরকারী অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, জেলা ও উপজেলা আ:লীগ নেতৃবৃন্দ, পৌর সভা কাউন্সিলর গন, সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পনের করে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে জন্ম দিনের কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে শিশুদের অংশগ্রহনে চিত্রাংঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে র‌্যালি, জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ,কেক কাটা ,আলোচনা সভা, শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগীতার আযোজন করা হয়।
এছাড়াও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ কার্যালয়ে নানা কর্মসূচিরও আয়োজন করেছে।