বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝালকাঠিতে বজ্রপাতে মায়ের মৃত্যু মেয়ে অাহত।

মো: ইমাম হোসেন বিমান ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডুবলী গ্রামে বজ্রপাতে মমতাজ বেগম (৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে সেই সাথে তার মেয়ে অষ্টম শ্রেনী পড়ুয়া ছাত্রী হাফিজা অাক্তার (১৪)  এর দু’ পা পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানাযায় নিহত  মমতাজ বেগম অামিরাবাদ বাজারের মুদি ব্যবসায়ী অাব্দুল মালেক খান এর স্ত্রী। রবিবার সন্ধ্যার পরে বৃষ্টি শুরু হলে মেয়ে হাফিজাকে সাথে নিয়ে মাঠ থেকে তোলা মুসুরী ডাল অানতে যায়। এ সময় অাকাশে বজ্রপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের অাঘাতে গৃহবধু মমতাজ বেগম ঘটনা স্থানেই নিহত হন তার মেয়ে হাফিজার দু’ পা পুড়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় মেয়ে হাফিজাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  হাফিজা অামিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও সি)  এ কে এম সুলতান মাহমুদ জানান খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular