রির্পোট : ইমাম বিমান: ঝালকাঠিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুওে বাল্যবিয়ে প্রস্তুতিকালীন সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার মেয়ের বাড়িতে গিয়ে বাল্য বিয়ে পন্ড করেন।
এ বিষয় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন জানান , আজ দুপুরে আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদরের ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নের উদচড়া গ্রামের এক বাড়িতে বাল্য বিবাহের আয়োজন চলছে । বাল্যবিবাহের সংবাদ পেয়ে আমি ও আমার দপ্তরের উপজেলা মহিলা কর্মকর্তা নাছরীন আক্তার দ্রুত মটর সাইকেল যোগে উদচড়া গ্রামে মেয়ের বাবার বাড়িতে পৌছাই । আমারা ঢোকার আগেই বিয়ে বাড়ির অধিকাংশ লোকজন পালিয়ে যায় । ঘটনা স্থানে গিয়ে মেয়ের বাবাকে ডেকে মেয়ের জন্ম নিবন্ধন সনদ পত্র দেখাতে বললে মেয়ের বাবা জন্ম সনদ দেখান । জন্ম সনদে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী মেয়ে অপ্রাপ্ত বয়স্ক থাকায় আমরা বাল্যবিবাহ বন্ধ করে মেয়ের বাবা-মায়ের কাছ থেকে অপ্রাপ্ত বয়সে ছেলে-মেয়েদের বাল্যবিবাহ দিব না মর্মে এলাকার গ্রাম পুলিশ , ১নং গাভারামন্দ্রপুর ইউপি সচীব ও স্থানীয় ইউপি সদস্যের সম্মুখে অঙ্গীকার নামায় স্বাক্ষর নেই।